Friday, 30 September 2011

History of Bengali Laser Fonts.



বাংলা লেজার ফন্টের ইতিহাস :-
বাংলা Computation সিরিজের আলোচনায় শুধু বাংলা সফ্টওয়্যার নিয়ে আলোচনা করলেই চলবে আলোচনা করতেই হবে বাংলা ফন্ট সম্পর্কে। আমরা যেটি সচরাচর দেখি তা হল কোন সফ্টওয়্যারের মাধ্যমে টাইপ করছি আবার আনেকে ফন্টের ব্যপারটিও দেখেন; বিশেষকরে যারা ডি. টি. পি –র কাজ করছেন। তাই আজ আসুন বাংলা ফন্টের অতিতে ঢুঁ মারি।
প্রথম বাংলা লেজার ফন্টের নাম ছিল ‘বঙ্কিম’। এটি ম্যাকের জন্যে তৈরী করা হয়েছিল। তৈরী করেছিল কলকাতার একটি কোম্পানি, নাম রাহুল কমার্স।
তারপরে আরেকটি বাংলা ফন্ট তৈরী হয় বাংলাদেশে, নাম ‘আমন’। তৈরী করেছিলেন গৌতম সেন। তবে এটি লেজার কিনা তা জানা যায়নি।
দ্বিতীয় বাংলা ফন্টটি তৈরী করেন মহম্মদ হোসেন।
১৯৮৭ সালের ১৬ ই মে ম্যাক কম্পিউটার ব্যবহার করে বাংলাদেশের প্রথম বাংলা পত্রিকা‘সাপ্তাহিক আনন্দপত্র’ প্রকাশিত হয়। এটি ভারতের তৈরী ‘বঙ্কিম’ ফন্টে ছিল। প্রকাশক ছিলেন জনাব মোস্তাফা জব্বার। যদিও এর আগে ‘শহীদলিপি’ ও তার ফন্ট তৈরী হয়।

No comments:

Post a Comment