Friday, 30 September 2011

Maa Durga Wallpaper

Jai Maa Durga Bhagabati Bharati Nandini Maa.

Download Free Bengali Fonts Online in Just No time!

If you don't like Microsofts Vrinda Font then load these fonts :- Font faces are above.
Download Soliaman Lipi new one Redeveloped by Saif.
http://www.mediafire.com/?1oa78out3u9mr9r
Download Soliaman Lipi Old one Developed by Solaiman Karim.
http://www.mediafire.com/?k40aki61razn5d8
For more Bengali Unicode Fonts log on to www.ekushe.org.

How to Install Bengali Unicode Fonts in your Computer. JPG

I think you have understand the fact. It's easy is't it?

Free Bengali Dictionary. English to Bengali & Bengali to English. With Bengali Quoran.

This is a Bengali Dictionary compitable With Bengali Quoran. You can search words from Bengali to English & English to Bengali both. Developed by Md. Waliul Islam Mondal of bangladesh. His E-mail is edubangladesh@yahoo.com.
You can download this software. After downloading it you dont have to install it. It'll be run without any additional software support.
Download it from here : http://www.mediafire.com/?6vhb8696f269p50

ENJOY!!!!

Bengali Operating Systems Utelities. Free Free Free


আজকে আপনাদের আরএ একটি জিনিস জানাচ্ছি যে বাংলা অপারেটিং সিস্টমে কাজ করবেন কীভাবে?
প্রথমেই আপনাকে একটি বাংলা সাপোর্ট করে এমন একটি অপারেটিং সিস্টেম লোড করতে হবে। আসুন দেখি কোথায় পাবেন –
www.ubuntu.com  Supported desktop environment Ubuntu, Kubuntu etc. জনপ্রিয় ওপেনসোর্স অপারেটিং সিস্টেম।
www.nltr.org  Supported desktop environment Linux. পশ্চিমবঙ্গের ভাষা প্রযুক্তি গবেষনা পরিষদ এটি বানিয়েছে। এর দুটি ভার্শান রয়েছে। সাথে বাংলা টাইপ করার জন্যে রয়েছে প্রচলিত কিবোর্ড গুলি ছাড়াও দুটি নতুন কিবোর্ড – বৈশাখী ও বৈশাখী ইনস্ক্রিপ্ট রয়েছে ভিস্যুয়াল কিবোর্ড
www.bosslinux.in  Supported desktop environment Linux. ভারতের সিড্যাক এটি তৈরী করেছে। এটিতে বাংলা, ইংরেজি, গুজরাটী, হিন্দি, মালয়ালম, পাঞ্জাবি, তামিল ভাষার সাপোর্ট রয়েছে
www.linuxmint.com  Supported desktop environment Linux. অন্যতম বাংলা ওপেন সোর্স ও/এস
এখানথেকে ডাউনলোড করে নিন। যদি আপনার হাইস্প্রিড ব্রডব্যান্ড কানেকশান না থাকে তাহলে আমাকে মেল পাটান আমি আপনাকে পাঠিয়ে দেব।
পুরো কম্পিউটারের মেনু থেকে শুরু করে সবকিছুই বাংলায় পাবেন(অন্নান্য ভাষার সাপোর্টও পাওয়া যায়) আবার মাইক্রোসফ্ট উইন্ডোজের সাথে সমানভাবে চালাতে পারবেন ডুয়েল বুটের মাধ্যমে তারজন্যে কম্পিউটারের বায়োস সেটিংস থেকে প্রথম স্টার্ট, দ্বিতীয় স্টার্ট নির্দিষ্ঠ করে দিতে হবে।
সাধারণ ব্যবহারকিরা ও স্টুডেন্টরা এগুলি ব্যবহার করে দেখতেই পারেন। তবে যারা প্রফেশানাল কাজ করেন তাদের অনেক থার্ড পার্টি সফ্টওয়্যার এবং বিভিন্ন ড্রাইভার ব্যবহার করতে হয় যেগুলি এখানে সাপোর্ট পাবেন না। তাই তাদের উইন্ডোজই ব্যবহার করতে হবে।
আর উইন্ডোজেই যদি বাংলার স্বাদ নিতে চান তাহলে যান ওপেন অফিস বাংলা ভার্শান, Vlc player Bengali version, মোজিলা ফায়ারফক্সের ও থান্ডারবার্ডের বাংলা ভার্শান, পিজিন লোড করে নিন। আপারেটিং সিস্টেম সেই একই থাকবে, বদলাবে কেবল আনা; মানে কী? ইংরেজিআনা থেকে বাঙালিআনা। লোড করুন অঙ্কুরের কাছ থেকে -
www.ankur.org.bd  যান বা আমাকে মেল করুন।
অর্থাৎ পাচ্ছেন বাংলা অপরেটিং সিস্টেম – উবুন্টু, বৈশাখী লিনাক্স, বস লিনাক্স, লিনাক্স মিন্ট।
বাংলা টেক্সট এডিটর এম. এস অফিসের মতন – ওপেন অফিস বাংলা।
বাংলা ইন্টারনেট ব্রাউজার – মোজিলা ফায়ারফক্স, বাংলা অপেরা (নতুন)।
বাংলা লেখার জন্য আই, এম. ই…………না! আজ আর না, কাল বলব...







History of Bengali Laser Fonts.



বাংলা লেজার ফন্টের ইতিহাস :-
বাংলা Computation সিরিজের আলোচনায় শুধু বাংলা সফ্টওয়্যার নিয়ে আলোচনা করলেই চলবে আলোচনা করতেই হবে বাংলা ফন্ট সম্পর্কে। আমরা যেটি সচরাচর দেখি তা হল কোন সফ্টওয়্যারের মাধ্যমে টাইপ করছি আবার আনেকে ফন্টের ব্যপারটিও দেখেন; বিশেষকরে যারা ডি. টি. পি –র কাজ করছেন। তাই আজ আসুন বাংলা ফন্টের অতিতে ঢুঁ মারি।
প্রথম বাংলা লেজার ফন্টের নাম ছিল ‘বঙ্কিম’। এটি ম্যাকের জন্যে তৈরী করা হয়েছিল। তৈরী করেছিল কলকাতার একটি কোম্পানি, নাম রাহুল কমার্স।
তারপরে আরেকটি বাংলা ফন্ট তৈরী হয় বাংলাদেশে, নাম ‘আমন’। তৈরী করেছিলেন গৌতম সেন। তবে এটি লেজার কিনা তা জানা যায়নি।
দ্বিতীয় বাংলা ফন্টটি তৈরী করেন মহম্মদ হোসেন।
১৯৮৭ সালের ১৬ ই মে ম্যাক কম্পিউটার ব্যবহার করে বাংলাদেশের প্রথম বাংলা পত্রিকা‘সাপ্তাহিক আনন্দপত্র’ প্রকাশিত হয়। এটি ভারতের তৈরী ‘বঙ্কিম’ ফন্টে ছিল। প্রকাশক ছিলেন জনাব মোস্তাফা জব্বার। যদিও এর আগে ‘শহীদলিপি’ ও তার ফন্ট তৈরী হয়।

Bengali Rising from East ! বাংলার গান.



বাংলার গান, – 


আসুন আমরাও দু কলি গুনগুন করি আর বাঙালি হিসেবে আজও গর্ববোধ করি।


আমি বাংলায় গান গাঁই আমি বাংলার গান গাঁই
আমি আমার আমিকে চিরদিনই এই বাংলায় খূঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর,
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দুর।
বাংলা আমার জীবনানন্দ বাংলা গানের সুখ,
আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা মুখ।
আমি বাংলাই ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি,
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়,
মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়।
বাংলা আমার তৃষ্ণার জল দৃপ্ত শে্ষ চুমুক,
আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।


History of Bengali Typewriters & English Typewriters


To see this you need to Install at least one Bengali Unicode Font. Plus you have to E na
Enable Complex Scripts from your P.C.
টাইপরাইটারের ইতিবৃত্ত :-
টাইপরাইটারকে Mechanical Desktop Typewriters ও বলা হয়। ১৮৭০ সাল থেকে এই মেশিনটির প্রয়োজনীয়তা দেখা দেয় ফলে নানান গবেষনাও শুরু হয়। ১৮৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত প্রায় এক শতকেরও বেশি সময় ধরে এই যন্ত্রটিই ব্যবহৃত হত to record the written words; before the Computers came out in the market. এখন কেবল আদালতে ব্যবহৃত হয়। roB K n X�e H h ypewriter Company, Emetson etc.
এদেরমধ্যে সবচেয়ে প্রাচীন ও প্রথম টাইপরাইটার কোম্পানি (বিতর্কিত) হল E. Remington and Sons (১৮১৬-১৮৯৬)। প্রতিষ্ঠাতা হলেন Eliphalent Remington in New Yourk, USA. এটি মূলত একটি রাইফেল প্রস্তুতকারক কোম্পানি ছিল প্রথমদিকে, পরে তারা টাইপরাইটার আর্মিকে সাপ্লাই দেবার জন্যে টাইপরাইটার তৈরী শুরু করে।
ভারত সহ দঃ পূর্ব এশিয়ায় সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে গোদরেজের টাইপরাইটারগুলি। কারণ এরা নানান ভাষায় টাইপরাইটার তৈরী করে। 


বাংলা টাইপরাইটার – ই. রোমিংটন প্রথম বাংলা টাইপরাইটার প্রস্তুত করেন এবং সেটিকে বাজারজাত করেন ১৯৪০ সালে। উল্লেখ্য যে এইসময় কোলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারিদের দেশীয় ভাষায় শিক্ষা দেবার জন্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্হাপিত হয়ে গেছে এবং বাংলা ছাপাখানার জন্যে শিশাক্ষর প্রস্তুত করে বাংলায় বই ছাপানো হয়েছে। এই বাংলা টাইপরাইটারটি তারও পরে তৈরী। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজের জন্যেই এটি প্রস্তুত করা হয়। কারণ সেইসময় বাংলা ভাষা একটি অত্যন্ত জনপ্রিয় ভাষা ছিল। ইংল্যান্ড থেকে লোক এসে বাংলা ভাষা শিখে কোম্পানির চাকরি করত। যাইহোক বিভিন্ন জটিলতা থাকায় এবং নির্ভুল বাংলা না টাইপ করতে পারায় এটি জনপ্রিয় হয়নি। রোমিংটনের বাংলা টাইপরাইটার ব্যর্থ হবার পরে বাংলাদেশের এ. এন. এম মুনীর চৌধুরী ১৯৬০ সাল নাগাদ বাংলা টাইপরাইটারকে আরও ইন্নত করার প্রজেক্ট নেন। এরপর ১৯৬৯ সালে পাকিস্তানের কেন্দ্রিয় বাংলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি নতুন বাংলা কিবোর্ড লেআউট প্রকাশ পায় যার নাম ছিল মুনির কিবোর্ড। মুনিরই প্রথম বৈজ্ঞানিকভাবে বাংলা ভাষা ও লিপিকে বিশ্লেষন করে এই নতুন কি-লেআউট বানান বাংলা টা্‌ইপরাইটারের জন্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী মুনির সহ তৎকালিন বাংলাদেশের নানান বুদ্ধিজীবিদের অপহরণ করে নিয়ে যায় এবং গুম করে দেয়। আজও এদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাংলাদেশের স্বাধীনতার পরে E. Romington Typewriting Company এই লে-আউট নিয়ে তৈরী বাংলা টাইপরাইটার বাজারজাত করে ‘মুনির অপটিমা’ নামক ব্রান্ড নামে। এটি বাংলাদেশে প্রভূত জনপ্রিয়তা লাভ করে। পরে এই টাইপরাইটারের লে-আউট অনুসরন করে ভারতের Godrej & Boyce কোম্পানি ‘প্রিমা’ নামক ব্রান্ড নামে বাংলা ম্যানুয়াল টাইপরাইটার বাজারজাত করে। পরে গোদরেজ ভারতের নানান ভাষায় টাইপরাইটার বাজারজাত করে।

এরপরে টাইপরাইটারের প্রযুক্তিতে বিবর্তন আসে। প্রথমে সাধারণ হার্ডওয়্যার যন্ত্রপাতির দ্বারা তৈরী ম্যানুয়েল টাইপরাইটার ছিল তারপরে এল ইলেকট্রনিক টাইপরাইটার। ‘ক্যানন দেশবাংলা’ নামক ইলেকট্রনিক টাইপরাইটার বাজারে আসে। এতে ক্যানন কোম্পানি ‘দেশবাংলা’ নামক একটি নতুন কিবোর্ড লে-আউট ব্যবহৃত হয়। বাংলাদেশের বাংলা একিডেমী এই টাইপরাইটারটিকে অনুমোদন করে। কিন্তু পরে কম্পিউটার চলে এলে ইলেকট্রনিক টাইপরাইটার বিলুপ্ত হয় সাথে সাখে বিলুপ্ত হয় ক্যাননের দেশবাংলাও।
মুনির চৌধুরীই হলেন প্রথম বাংলা ভাষাকে আদুনিক করার প্রথম পথিকৃৎ। এনাকে আমরা ভুলব না কখনও। 

ইংরেজি টাইপরাইটার – যতদুর জানা গেছে যে Christopher Latham Shules, S. W. Soule and G. Glidden প্রথম আধুনিক টাইপরাইটার তৈরী করেন ১৮৬৬ সাল নাগাদ। সোলস এই টাইপরাইটারটির পেটেন্ট জনৈক ডেনসমোর নামক একজনকে বিক্রি করে দেন। ডেনসমোর নিউইয়র্কের E. Romington & Sons নামক একটি বন্দুক নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে “সোলস গ্লিডেন’’ নামের একটি টাইপরাইটার ১৮৭৩/১৮৭৪ সালে বাজারজাত করে। এই মেশিনটির প্রধান অন্তরায় ছিল যে এটিতে কেবলমাত্র ইংরেজির ২৬টি Capital Letter টাইপ করা যেত তারফলে এটি তেমন জনপ্রিয়তা লাভ করেনি। এরপরে ই. রোমিংটন ১৮৭৮ সালে দ্বিতীয়বার একটি টাইপরাইটার বাজারজাত করে। এটিতে শিফট বোতামের সাহায্যে ইংরেজি Small Letter টাইপ করা সম্বভ হয় এবং ট্যাব বোতামের সাহায্যে মার্জিন ও অ্যালাইন ঠিক-ঠাক করা যেত।
সেই সমযকার কিছু বিখ্যাত টাইপরাইটার কোম্পানি- E. Remington and Sons, IBM, Imparial Typewriters, Olive Typewriter Company, Olivetti, Royal Typewriter Company, Smith Corona, Underwood Typewriter Company, Emetson etc.
এদেরমধ্যে সবচেয়ে প্রাচীন ও প্রথম টাইপরাইটার কোম্পানি (বিতর্কিত) হল E. Remington and Sons (১৮১৬-১৮৯৬)। প্রতিষ্ঠাতা হলেন Eliphalent Remington in New Yourk, USA. এটি মূলত একটি রাইফেল প্রস্তুতকারক কোম্পানি ছিল প্রথমদিকে, পরে তারা টাইপরাইটার আর্মিকে সাপ্লাই দেবার জন্যে টাইপরাইটার তৈরী শুরু করে।
ভারত সহ দঃ পূর্ব এশিয়ায় সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে গোদরেজের টাইপরাইটারগুলি। কারণ এরা নানান ভাষায় টাইপরাইটার তৈরী করে। 


Download Free Winzip 11 with keygen for Free!



WINZIP 11 -
Many people download many things. But when they want to open it they can’t, because those files are .tar files. So they need a software called Winzip. Not only opens a Zipped file but also compress files too.If you have a 700MB file then Winzip can compress it to almost 500MB.
 People download this softwares trial/demo but here it is; the full version of Winzip 11. You can download it from here-
Process :
1.      Download these two softwares then Run the software Winzip.exe.
2.       When it will ask you to enter  a  E-mail & Sereal number; then click in the Keygen software. Here you will find a E-mail and a Sereal key. Copy these things and paste it in the Winzip software. Then press OK to activate the software. Walla!! Now you can use Winzip 11 for lifetime.

Monday, 26 September 2011

Bengali Panjika Software For People, Astrologers etc...

 Calendar View.
Detail Auspicious Day View.

The Panjika (Bengali: Ponjika or Panji) is the Hindu calendar and astronomical almanac. It is amongst the most popular annual books published in India and is a handy reference for observant Bengali, Assamese, Oriya and Maithili to determine the most auspicious times for their rituals, festivals, celebrations, and pursuits of various sorts including marriage, undertaking travels, holidays, festivals etc. It is a sort of a ready-reckoner or the first source, before one approaches a priest or an astrologer to decide on the details.

Salient features of this application:
Bengali Calendar for the current Bengali year – 1418 (April 2011- April 2012)
Month wise display of the Bengali Calendar with the Sunrise, Sunset and Tithi for the current day as default.
Day wise details of Sunrise, Sunset, Tithi, Yoga, Purnima, Amavasya & Ekadashi timings, Auspicious times for rituals like, Marriage, House warming, Trading, Naming ceremony, Threading ceremony etc., undertaking Travels, Birth anniversaries of many leading personalities and other Special Days.
Month wise display of Auspicious Days
Month wise display of Festivals
Durga Puja (festival) Nirghanta timings for 2011 in various world cities like London, Washington DC, Kolkata, Dhaka, Delhi, Mumbai, Guwahati
Search option on all keywords, e.g. entering “marr” will list all Marriage days; “pur” will list all Purnima days.
Easy navigation across days and months, Festivals and Auspicious days
  • $1.99
  • Category: Utilities
  • Released: Sep 10, 2011
  • Version: 1.0
  • iOS 4.0 Tested
  • Size: 3.2 MB
  • Language: English
  • Seller: Mindpace Software Technologies Pvt. Ltd. 
Requirements: Compatible with iPhone, iPod touch, and iPad. Requires iOS 3.0 or later
www.mindpacetech.com/bengali-panjika-calendar.php

Munir Chowdhury and the Bengali Typewriter 'Munir Optima'.

This is a "Du Taaka" (Two Rupees) Postage Stamp of A. N. M. Munir Chowdhury. Published by Bangladesh Govt.

Munir Chowdhury developed a keyboard layout for Standardization of Bengali Typewriters. After the Indipendence of Bangladesh a typewriting company E. Romington marketted a series of Bengali Typewriters according to the keyboard layout of Munir Chowdhury. They named it 'MUIR OPIMA TYPEWRITERS' this is the most commonly used typewriter in Bangladesh before the P.C came out. Now it's only seen in the Courts of Bangladesh.

Munier Chowdhury actively participated in the Language Movement of 1952, and was imprisoned by the Pakistan government. He wrote his famous symbolic drama, Kabar (The Grave) during his imprisonment. He also fought against any type of cultural repression during the late 1950s and 1960s. In 1967, he protested against the Pakistan government's directive to ban Tagore songs on Radio and Television. In the late 1960s there was a movement in Pakistan to replace the Bengali language alphabet with the Roman alphabet. As a linguist and writer, Munier Chowdhury protested this move to undermine the native language of East Pakistan. He actively participated in the non-cooperation movement during the early part of 1971 and renounced his award Sitara-e-Imtiaz (awarded by Pakistan Govt in 1966). [2]
Before the Indipendence of East Pakistan (now Bangladesh) many freedom activist and many intellectual people along with Munir Chowdhury was kidnapped by Pakistan Army and they were never found.

The ATN Bangla channel belongs to Munir's son.