Friday 30 September 2011

Bengali Rising from East ! বাংলার গান.



বাংলার গান, – 


আসুন আমরাও দু কলি গুনগুন করি আর বাঙালি হিসেবে আজও গর্ববোধ করি।


আমি বাংলায় গান গাঁই আমি বাংলার গান গাঁই
আমি আমার আমিকে চিরদিনই এই বাংলায় খূঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর,
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দুর।
বাংলা আমার জীবনানন্দ বাংলা গানের সুখ,
আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা মুখ।
আমি বাংলাই ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি,
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়,
মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়।
বাংলা আমার তৃষ্ণার জল দৃপ্ত শে্ষ চুমুক,
আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।


No comments:

Post a Comment