আজকে আপনাদের আরএ একটি জিনিস জানাচ্ছি যে বাংলা অপারেটিং সিস্টমে কাজ করবেন কীভাবে?
প্রথমেই আপনাকে একটি বাংলা সাপোর্ট করে এমন একটি অপারেটিং সিস্টেম লোড করতে হবে। আসুন দেখি কোথায় পাবেন –
www.ubuntu.com  Supported desktop environment Ubuntu, Kubuntu etc. জনপ্রিয় ওপেনসোর্স অপারেটিং সিস্টেম।
www.nltr.org  Supported desktop environment Linux. পশ্চিমবঙ্গের ভাষা প্রযুক্তি গবেষনা পরিষদ এটি বানিয়েছে। এর দুটি ভার্শান রয়েছে। সাথে বাংলা টাইপ করার জন্যে রয়েছে প্রচলিত কিবোর্ড গুলি ছাড়াও দুটি নতুন কিবোর্ড – বৈশাখী ও বৈশাখী ইনস্ক্রিপ্ট রয়েছে ভিস্যুয়াল কিবোর্ডwww.bosslinux.in  Supported desktop environment Linux. ভারতের সিড্যাক এটি তৈরী করেছে। এটিতে বাংলা, ইংরেজি, গুজরাটী, হিন্দি, মালয়ালম, পাঞ্জাবি, তামিল ভাষার সাপোর্ট রয়েছে
www.linuxmint.com  Supported desktop environment Linux. অন্যতম বাংলা ওপেন সোর্স ও/এস
এখানথেকে ডাউনলোড করে নিন। যদি আপনার হাইস্প্রিড ব্রডব্যান্ড কানেকশান না থাকে তাহলে আমাকে মেল পাটান আমি আপনাকে পাঠিয়ে দেব।
পুরো কম্পিউটারের মেনু থেকে শুরু করে সবকিছুই বাংলায় পাবেন(অন্নান্য ভাষার সাপোর্টও পাওয়া যায়) আবার মাইক্রোসফ্ট উইন্ডোজের সাথে সমানভাবে চালাতে পারবেন ডুয়েল বুটের মাধ্যমে তারজন্যে কম্পিউটারের বায়োস সেটিংস থেকে প্রথম স্টার্ট, দ্বিতীয় স্টার্ট নির্দিষ্ঠ করে দিতে হবে।
সাধারণ ব্যবহারকিরা ও স্টুডেন্টরা এগুলি ব্যবহার করে দেখতেই পারেন। তবে যারা প্রফেশানাল কাজ করেন তাদের অনেক থার্ড পার্টি সফ্টওয়্যার এবং বিভিন্ন ড্রাইভার ব্যবহার করতে হয় যেগুলি এখানে সাপোর্ট পাবেন না। তাই তাদের উইন্ডোজই ব্যবহার করতে হবে।
আর উইন্ডোজেই যদি বাংলার স্বাদ নিতে চান তাহলে যান ওপেন অফিস বাংলা ভার্শান, Vlc player Bengali version, মোজিলা ফায়ারফক্সের ও থান্ডারবার্ডের বাংলা ভার্শান, পিজিন লোড করে নিন। আপারেটিং সিস্টেম সেই একই থাকবে, বদলাবে কেবল আনা; মানে কী? ইংরেজিআনা থেকে বাঙালিআনা। লোড করুন অঙ্কুরের কাছ থেকে -
www.ankur.org.bd  যান বা আমাকে মেল করুন।
অর্থাৎ পাচ্ছেন বাংলা অপরেটিং সিস্টেম – উবুন্টু, বৈশাখী লিনাক্স, বস লিনাক্স, লিনাক্স মিন্ট।
বাংলা টেক্সট এডিটর এম. এস অফিসের মতন – ওপেন অফিস বাংলা।
বাংলা ইন্টারনেট ব্রাউজার – মোজিলা ফায়ারফক্স, বাংলা অপেরা (নতুন)।
বাংলা লেখার জন্য আই, এম. ই…………না! আজ আর না, কাল বলব...





No comments:
Post a Comment